Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিরাপদ খাদ্য নিশ্চিতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা জরুরি’


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর উত্তরবঙ্গে মঙ্গা নেই। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। এজন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা জরুরি।

বিজ্ঞাপন

বুধবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সেনিটারিয়ান পরিষদ (স্বাসেপ) আয়োজিত ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য আইন ২০১৩’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা স্যানিটারি ইন্সপেক্টদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের মধ্য দিয়ে আমরা মাত্র শুরু করলাম। আমাদের জনবল বর্তমানে মাত্র ৩৪১ জন। তাই আমাদের সঙ্গে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য্য ধরতে হবে।’

কামরুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপদ খাদ্যের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি খুনী চক্র। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিল। আবার ২০০৯ সালে এসে আমরা এখন পর্যন্ত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে রেখেছি। অথচ বিএনপি-জামায়াত সব সময় দেশে খাদ্য ঘাটতি তৈরি করে রেখেছিল, যাতে বিদেশ থেকে সাহায্য পাওয়া যায়।’

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে। এর কোন বিকল্প নেই।’

স্বাসেপ আহ্বায়ক এ এফ জুনায়েদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, স্বাসেপের সাংগঠনিক উপদেষ্টা এম খছরু চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর