Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের পুনেতে বিমসটেকের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভারতের পুনেতে চলমান ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশন’ বিমসটেকের মাঠ পর্যায়ের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

ওই মহড়ায় অংশ নেওয়ার আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বধন শ্রীংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এদিকে, নেপাল বাদে এই মহড়ায় বাকি ৬ সদস্য দেশ অংশ নিচ্ছে।

ঢাকায় অবস্থিত বিমসটেক সচিবালয় জানিয়েছে, সদস্য দেশগুলোর মধ্যে মাঠ পর্যায়ের সামরিক মহড়া গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই মহড়ার নাম রাখা হয়েছে বিমসটেক মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (মাইলেক্স)।

আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর এক বার্তায় জানিয়েছে, বিমসটেকের মাইলেক্সে যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর বিমসটেকের সকল সদস্য দেশগুলোর সেনা প্রধানদের নিয়ে গঠিত সামরিক প্রধানদের গোপন অনুশীলনে (চিফস করক্লেভ) অংশ নিবেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ওই বৈঠকে ‘পসিবিলিটি অব ক্রিয়েটিং ভায়াবল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার টগ ডিল উইথ থ্রেটস- টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন।

এ ছাড়াও সেনাপ্রধান ওই অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মহড়া শেষে আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে জেনারেল আজিজ আহমেদের।

বিজ্ঞাপন

নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর এক বার্তায় জানিয়েছে, অভ্যন্তরীণ কারণে দেশটি বিমসটেকের মাঠ পর্যায়ের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে না।

নেপালের কূটনৈতিক সূত্রেগুলো জানাচ্ছে, বিমসটেকের সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য নেপাল সরকার প্রথমে সহমত জানালেও পরবর্তী সময়ে একাধিক রাজনৈতিক দলের সমালোচনার পর মাইলেক্স এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা এক বার্তায় জানান, জেনারেল আজিজ আহমেদ ভারতের পুনেতে বিমসটেক সামরিক প্রধানদের গোপন অনুশীলনে (চিফস করক্লেভ) এ অংশ নেওয়ার আগে সাক্ষাৎ করেন। এটি একটি আনন্দঘন মুহূর্ত।

জানা গেছে, সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশ নিচ্ছে।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর