Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১৪ কলেজ সরকারির ঘোষণা


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৩

। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নতুন করে দেশের আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১২ সেপ্টেম্বর) ‘সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে বলে একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে আছে: ফরিদপুরের সালথা কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থলী কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ,  কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।

এ পর্যন্ত দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ছয় শ ছাড়িয়ে গেছে। এ ছাড়া নতুন বিধিমালা অনুযায়ী সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষকদের পদমর্যাদা, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে।

সারাবাংলা/এমআই

সরকারি হলো বেসরকারি কলেজ