Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট দেওয়ার আগে উন্নয়ন মনে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় নির্বাচনে ভোট প্রদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত দেশের উন্নয়নসমূহ মনে রাখার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট আয়োজিত কক্লিয়ার ইমপ্লান্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকেই ভোট দিতে হবে। ভুল করলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে, থেমে যাবে দেশের উন্নয়নের গতি। দেশের উন্নয়নের বর্তমান স্রোত অব্যাহত থাকলে খুব শিগগিরই বাংলাদেশ এশিয়ার অন্যতম সেরা দেশ হবে।’

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বিএনপি নেতদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘যোগ্যভাবে নির্বাচনে খেলার জন্য প্রস্তুত হোন। ফাউল করলে লাল কার্ড পেয়ে আউট হয়ে যাবেন। নির্বাচনে ভোট প্রদান নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। সাংবিধানিকভাবে সঠিক সময়েই নির্বাচন হবে।’

অনুষ্ঠানে কানে শোনে না এমন ৪০টি শিশুকে নামমাত্র খরচে কক্লিয়ার ইমপ্লান্ট বিতরণ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক টেশসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যখাতে যুগান্তকারী সফলতা পেয়েছে বাংলাদেশ। প্রশংসিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। বিস্তার লাভ করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক চালু, স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে সরকার। বর্তমানে প্রতি মাসে ৮০ থেকে ৯০ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন। দেশব্যাপী একটি ব্যাপক-ভিত্তিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলেও জানান মোহাম্মদ নাসিম।

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর