Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্পোন্নত থেকে বের হতে বেশি দিন নেই: বাণিজ্যমন্ত্রী


১ জানুয়ারি ২০১৮ ১৩:২৬

সারাবাংলা ডেস্ক

অন্য অনেক দেশ রপ্তানি অায় কম করেও উন্নত। অথচ বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেও এখনো স্বল্পন্নত দেশের তকমা নিয়ে আছে। এই অবস্থা থেকে বের হতে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ বলেন তিনি।

২০২১ সালে মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশকে যে তিনটি ধাপ পার হতে হবে তা এরই মধ্যে অতিক্রম করে গেছে বাংলাদেশ। মাথাপিছু আয় এখন ১৬১০ ডলার, মানবসম্পদ উন্নয়ন ৬ দশমিক ৭ শতাংশ ও অর্থনৈতিক ভঙ্গুরতায় ২৫ শতাংশ হয়েছে বাংলাদেশের। বাণিজ্যমন্ত্রী বলেন, বেশি দিন আর স্বল্পোন্নত দেশের নাম নিয়ে থাকতে হবে না বাংলাদেশকে।

 

সারাবাংলা/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর