Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতা কারাগারে


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফেনী: ফেনীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৯ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আবু হান্নানের আদাতনে ৯ নেতার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের শুরুতে ফেনী শহরের রামপুর গালর্স স্কুলের সামনে থেকে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোমা নিক্ষেপের মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়।

এই মামলায় বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সবুজ, মোরশেদ উল্যাহ লিটন, মো. আব্দুল্লাহ, মো. ইউছুফ, ছাত্রদল নেতা ফরিদুল ইসলাম রাহাত, মোশারফ হোসেন, আনোয়ার হোসেনসহ ৯ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

আসামী পক্ষের আইনজীবী ইউসুফ আলমগীর বলেন, এই মামলার ৯০ আসামির মধ্যে ৫৫ জন হাইকোর্ট থেকে জামিনে আছেন। বুধবার নয়জন জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন।

সারাবাংলা/এসএমএন

 

ফেনি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর