Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নিজের ঘরে নারীর রক্তাক্ত লাশ


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় নিজের ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে বড় চাপড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম আফরোজা বেগম। তিনি ঐ এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।

পরে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আফরোজার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা জানিয়েছেন গতরাতে অন্যান্য দিনের মতো মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন আফরোজা। রাতে কে বা কারা ঘরে ঢুকে তাকে হত্যা করে। সকালে লাশ দেখে পরিবারের সদস্যরাই পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ময়নাতদন্তের জন্য আফরোজার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

হত্যাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

 

গলা কেটে বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর