বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের প্রশংসা করে পোস্ট দেওয়ায় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ গ্রেফতার করে ফুয়াদকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তিনি ফেসবুকে বঙ্গবন্ধুর খুনীদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে পোস্ট দেন। ওই স্ট্যাটাসকে ঘিরে ২৩ আগস্ট ধানমন্ডি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা দায়ের করা হয়। প্রায় তিন সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হলো।
সারাবাংলা/ইউজে/টিআর