ননএমপিও শিক্ষকদের অনশনে ৩জন অসুস্থ
১ জানুয়ারি ২০১৮ ১৩:০২
স্টাফ করেসপন্ডেন্ট
ননএমপিও শিক্ষকদের ‘আমরণ অনশন’-এর ৭ম দিন চলছে। আজ অনশন চলাকালে তিনজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
অনশনরত শিক্ষকরা জানান, স্কুল-কলেজ ও মাদ্রাসাকে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এমপিও ভুক্ত করেনি। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। নামে মাত্র সম্মানী নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তির এই যুগেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।
গত ২৬ ডিসেম্বর থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।
সারাবাংলা/এমএমএইচ/টিএম