‘মেধাহীনরা যেন ঢাবিতে ভর্তির সুযোগ না পায়’
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫২
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাবীরাই যেন সুযোগ পায়। মেধাহীনদের একজনও যেন জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায়।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮ উপলক্ষে সম্মিলিত শিক্ষার্থীদের ব্যানারে এই সংবাদ সম্মেলনে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি রাকিব হাসানা সিরাজীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন, নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সানী প্রমুখ।
সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র করে যেন কোনো অপশক্তি সুযোগ না নিতে পারে। কোনো ধরনের দুর্নীতির ঘটনা যেন না ঘটে। অভিভাবকদের প্রতি আহ্বান জানাব আপনারা আপনাদের সন্তানদের মেধার ওপর নির্ভর করুন। আপনার সন্তান যদি মেধাবী হয়ে থাকে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গবির্ত অংশীদার হতে পারবে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস এক প্রশ্নের জবাবে বলেন, ‘ছাত্রলীগের কেউ যদি প্রশ্নফাঁস কিংবা ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা তা অস্বীকার করব না। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-৩০টি বুথের মাধ্যমে ভর্তিচ্ছুদের তথ্য দিয়ে সহযোগিতা করবে। তাদের জন্য সুপেয় পানি এবং কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও