Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা ৩ দিনের রিমান্ডে


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার সদস্যদের হত্যাকারীদের প্রশংসা করে পোস্ট দেওয়ায় ফুয়াদ জামানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে তিন সপ্তাহ আগে মামলা হয়েছিল।

মামলার তিন সপ্তাহ পর বুধবার রাতে হাতিরঝিল এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ ফুয়াদকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এআই পার্থ প্রতীম ব্রক্ষচারী আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চান।

আবেদনে বলা হয়, আসামি অপরাধের সত্যতা স্বীকার করেছে। মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আরও তথ্য ও সঠিক নাম ঠিকানা ও এর সঙ্গে অন্য কোনো আসামি জড়িত আছে কি না তা জানার জন্য তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তিনি ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে পোস্ট দেন।

সারাবংলা/এআই/একে

বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার

ফেসবুকে কটূক্তি বঙ্গবন্ধুর খুনি রশিদ

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর