।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. শামছুল আলমের পাঠানো এক চিঠিতে আগামী ১৮ সেপ্টেম্বর তাদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্রে জানা গেছে, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাৎ করেছেন মোরশেদ ও তার পরিবার। গত বছরের ২৮ জুন রাজধানীর বনানী থানায় করা এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, তার স্ত্রী, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়।
সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খান ছিলেন এর পরিচালক। দেনার দায়ে ২০১৬ সালে সিটিসেল বন্ধ হয়ে যায়।
এদিকে, অর্থপাচারের ঘটনায় ২০১৩ সালে গুলশান থানায় করা এক মামলায় মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকেও তলব করেছে দুদক। আগামী ২০ সেপ্টেম্বর তাকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম।
সারাবাংলা/ইএইচটি/টিআর