ঢাবিতে গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৪
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভূক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় এমসিকিউ ১২০ নম্বরের এই পরীক্ষা শুরু হয়ে চলবে সকাল ১১ টা পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে৷
বিশ্ববিদ্যালয় এলাকার বাইরের কেন্দ্রগুলো হলো বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।
ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত গ-ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬,৯৬০জন। প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন প্রায় ২১ জন।
ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ।
প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি যেকোনো ধরণের অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে দায়িত্ব পালন করছে ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র পরিদর্শন করবেন।
সারাবাংলা/কেকে/জেএএম