চট্টগ্রামে হোটেলে ইয়াবার আসর থেকে গ্রেফতার ৫
১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেলে ইয়াবা বিক্রি ও সেবনের আসর থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ওই হোটেলের ম্যানেজারও আছেন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় শ্যামলী আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলা’কে বলেন, হোটেলের ৭ নম্বর কক্ষে ইয়াবা সেবন ও বিক্রির আসর বসেছিল। হোটেলের ম্যানেজারের তত্ত্বাবধানে সেখানে নিয়মিত এই আসর বসে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেখানে গিয়ে আমরা ইয়াবা সেবনরত ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করি। তাদের থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া পাঁচজন হলেন, হোটেলের ম্যানেজার মো. শাহআলম (৫২) এবং ইয়াবা বিক্রি ও সেবনে জড়িত বদিউল আলম (৪৫), মো. অলি (২০), আনোয়ার সাহাদাত (৪০) ও কামালউদ্দিন আহমেদ (৬৫)।
পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/এএস