‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে শুভঙ্করের ফাঁকি’
১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮
।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি যে আট হাজার টাকা নির্ধারণ করেছে সেটিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক অধ্যাপক ইসমত এনামুল হক।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে কমরেড নির্মল সেন মিলনায়তনে দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ইসমত এনামুল হক এ মন্তব্য করেন।
গার্মেন্টস শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা। গত ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক বলেন, ‘মজুরি নির্ধারণে সরকার শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিয়েছে। দেশে অদক্ষ সাধারণ শ্রমিকরা যেখানে দিনে ৪০০-৫০০ টাকা মজুরি পান, সেখানে গার্মেন্টসে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন সর্বসাকুল্যে ৮ হাজার টাকা নির্ধারণে মালিকপক্ষের স্বার্থই রক্ষা করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি সামঞ্জস্যপূর্ণ হয়নি।’
ইসমত এনামুল হকের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নুরুজ্জামান, রেজাউল ইসলাম লাঞ্জু, প্রবীর ঘোষ, মোখলেছুর রহমান, আবু সুফিয়ান, মাসুম উদ্দিন, মাহবুবুর রশীদ, আর কে পরশ প্রমুখ।
বৈঠকে বলা হয় বেশিরভাগ শ্রমিক সংগঠন ও গার্মেন্টস সংগঠনের নেতারা যে বেতন (ন্যূনতম ১৬ হাজার টাকা) দাবি করেছে সেই দাবিকে শ্রমিক কৃষক সমাজবাদী দল সমর্থন করে।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হয়- ক্ষমতাসীন সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানানোর জন্য বামশক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের বিকল্প নেই। জোট-মহাজোট কিংবা ঐক্যের নামে যা হচ্ছে তা ক্ষমতা ভাগাভাগির লড়াই। এখানে জাতীয় স্বার্থ বা জনগণের মুক্তির কোনো রূপরেখা নেই। (প্রেস বিজ্ঞপ্তি)
সারাবাংলা/একে