‘বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনো কিছু হবে না’
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারব না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কেবল কেবল আমাদের অতীতই নন, তিনি আমাদের বর্তমান, তিনিই ভবিষ্যত। শিক্ষক্ষেত্রে তার যে স্বপ্ন ছিল, তা আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা-বাস্তবায়ন ও গতিপ্রকৃতি’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে প্রথম এ দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সুস্পস্ট ধারণা তুলে ধরেন। দেশ স্বাধীনের পর তিনি নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক ও মানবসম্পদ বিনির্মাণের উপযোগী শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বঙ্গবন্ধুর সে স্বপ্ন এখন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আমরা এখন একটি উন্নত, মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ মানবসম্পদ তৈরির পথে এগিয়ে চলেছি। শিক্ষা ব্যবস্থা যত আধুনিক ও মানসম্পন্ন হবে, আমরাও জাতি হিসেবে তত আধুনিক ও উন্নত হব।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুপার নিউমারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ ও উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সারাবাংলা/এমএস/টিআর