Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক ২


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থেকে ১৬ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ দুইজনকে আটক করে র‌্যাব-৭। আটক দুইজন হলো-মধ্যম জালিয়াপাড়ার মো. হাসেম (৩৮) ও দক্ষিণ জালিয়াপাড়ার মো. কামাল হোসেন (৪০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, শপিং ব্যাগে করে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে যাচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে অভিযানে চালানো হয়। ওই সময় শপিং ব্যাগ তল্লাশি করে হাশেম ও কামালের কাছে ১৬ হাজার ইয়াবা পাওয়া যায়। সেখান থেকে তাদের আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান মেজর মেহেদী হাসান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

ইয়াবা র‌্যাব-৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর