Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের বাইরে মিলল প্রতিবন্ধী রোকসানার রক্তাক্ত লাশ


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে রোকসানা খাতুন (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে।

স্থানীয়রা জানান, রোকসানার পায়ে সমস্যা ছিল। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রতিদিনের মতো তিনি নিজের ঘরে ঘুমাতে যান। গভীর রাতে রোকসানার চিৎকার শুনে পাশের ঘরে থাকা তার ভাই-ভাবী বাইরে আসার চেষ্টা করেন। কিন্তু তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ পর বিকল্প চেষ্টায় তারা বাড়ির বাইরে এসে দেখতে পান রোকসানার রক্তাক্ত লাশ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশকে খবর দেওয়া হলে সাড়ে ১০ টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রোকসানার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। তবে কারা কেন রোকসানাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর আরো বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

তাড়াশ প্রতিবন্ধী রোকসানা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর