Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৮


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসি উপকূলের অদূরে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) একটি ফেরিতে আগুন লাগলে তা ডুবে যায়। এতে ১০ জনের প্রাণহানি ঘটে। এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যম।

শনিবার সরকারি এক কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা ১০টি লাশ ও ১১ জন ক্রুসহ ১২৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বাম্বাং এরবান বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাউবাউ শহর থেকে ছেড়ে যাওয়া কেএম ফুংকা পারমাতা ফেরিটি মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের বাঙ্গাই বন্দরের দিকে যাচ্ছিল।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় দ্বীপ সাগুর অদূরে নৌযানটি ডুবে যায়।

এরবান বলেন, ‘নৌযানটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত এটি সাগু দ্বীপের অদূরে ডুবে যায়। শনিবার সকালে নৌযানটির জীবিত যাত্রীদের বাঙ্গাই বন্দরে নিয়ে আসা হয়। সম্ভাব্য নিখোঁজ লোকদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

তবে ফেরিটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বলা হচ্ছে, ফেরিটিতে ১৪৬ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল। কিন্তু এর যাত্রী তালিকায় মাত্র ৯১ জনের নাম নিবন্ধিত রয়েছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর