Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে: পররাষ্ট্রমন্ত্রী


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের বাইরের থেকেও সাধুবাদ আসছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চিরিরবন্দর সরকারি কলেজ মাঠে চিরিরবন্দর ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে। শিক্ষার হার ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের পেছনে যিনি সারা বিশ্বে সমাদৃত তিনি হচ্ছেন বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

১০ বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে আবুল হাসান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের দৃশ্যপট পাল্টে দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দীক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আজিম উদ্দীন সরকার গোলাপ, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর