Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পান্থপথ হামলার বোমা প্রস্তুতকারী গ্রেফতার


১ জানুয়ারি ২০১৮ ১৪:১৫

স্টাফ করেসপন্ডেন্ট

১৫ আগস্ট পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে বোমা হামলার পরিকল্পনাকারী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শোক দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর উদ্দেশ্যে সেখানে তারা অবস্থান নেয়।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরার ৭নং সেক্টরের হাউস বিল্ডিং এলাকা থেকে মামুনক (২১) গ্রেফতার করা হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, মামুন নব্য জেএমবির শীর্ষস্থানীয় নেতা ও শুরা সদস্য। সে জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেয়া ও নাশকতামূলক হামলার পরিকল্পনার দায়িত্বে ছিল।

গত ১৫ আগস্ট ২০১৭ পান্থপথে শোক দিবসের র‌্যালিতে হামলার উদ্দেশ্যে ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নেয়া আত্মঘাতী হামলায় নিহত সাইফুলের কাছে বোমাটি রেখে আসে বলেও স্বীকার করেছে মামুন।

এ ছাড়া রাজধানীরতে আবারও বড় ধরনের নাশকতামূলক হামলা চালানোর উদ্দেশ্যে মামুন সেখানে উত্তরায় আত্মগোপন করেছিল বলেও জানান।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর