Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশংকা স্থানীয়দের


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ধরলার পানি সেতু পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় এখন তা বিপৎসীমার মাত্র ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়েছে। তবে  তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার কমেছে।

এর আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রামে ৭২ ঘণ্টার মধ্যে পানি বৃদ্ধির হার কমবে জানালেও এই অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদ-নদী তীরবর্তী এলাকায় নিম্নাঞ্চলে বসতবাড়ীতে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ক্ষেত, সবজি ক্ষেত। গ্রামের কাঁচা সড়কে পানি ওঠায় চলাচলের জন্য নৌকাই ভরসা পানিবন্দী মানুষের।

সারাবাংলা/এসএমএন

 

কুড়িগ্রাম ধরলা নদ-নদীর পানি বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর