Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক লুটকারী, দুর্নীতিবাজ ও দলবাজদের দমনের আহ্বান ইনুর


১ জানুয়ারি ২০১৮ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  ব্যাংক লুট, দুর্নীতিবাজ ও দলবাজদের কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রী কাছে অাহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (১জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অায়োজিত অালোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনু ব‌লেন, দলের মধ্যে অনেক ব্যাংক লুটকারী, দুর্নীতিবাজ ও দলবাজ রয়েছে। তারা মহাজোটের ছাতার নিচে অবস্থান করে দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল  করেছে। তাদেরকে কঠোর হস্তে শায়েস্তা করতে হবে। দলবাজদের রাজনীতি বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী অারো বলেন, এবারের নির্বাচন রাজাকার সর্মথনের নির্বাচন হবে না। খালেদা জিয়া নির্বাচনকে বানচাল করতে চায়। সঠিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে বলে তিনি জানান।

জেপির চেয়ারম্যান  ও পরিবেশ ও বনমন্ত্রী অানোয়ার হোসেন মঞ্জু  সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

এমএমএইচ/একে

ইনু তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর