হঠাৎ ঝড়ে ভেঙ্গেছে বিয়ের আসর!
১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বাহুতে বাহু জড়িয়ে অনুষ্ঠানে এলেন বর-কনে। মালাবদল করবেন! জীবনে এমন সুখের মুহূর্ত খুব বেশি আসে না। অনুষ্ঠানে আসা অতিথিরাও আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন।
ঠিক এমন সময় হামলে পড়লো বেরসিক টাইফুন ম্যাখুত! বেশ কয়েকবার বজ্রপাতের শব্দ হলো। সেইসাথে বিদ্যুৎ ও চলে গেল।
বর র্যান্ডি মানাওইস(২৯) ও কনে জেনিফার(২৮) আতঙ্কিত হয়ে চেয়ে রইলেন। চিৎকার চেঁচামেচি করে অতিথিদের অনেকে পালিয়ে গেল। সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনের ভিডিও চিত্রে এমনটাই দেখা যায়।
শুক্রবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মারিকিনা শহরে কেপিটান ময় ভেন্যুতে। খুশির খবর হলো, টাইফুনে মূল ভেন্যুর বেশ রকমের ক্ষয়ক্ষতি হলেও দুর্ঘটনায় কারও হতাহতের ঘটনা ঘটেনি। ভেন্যুর দালান ও কাঁচের জানালা ভেঙ্গে গেছে। বিয়ের ভেন্যুর বাইরে গাছ উপড়ে গেছে ও বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়েছে।
বর র্যান্ডি দুর্ঘটনা সম্পর্কে বলেন, এটি খুব তাড়াতাড়ি ঘটেছিলো সবাই উত্তেজিত হয়ে পড়েছিল ও দ্রুত সরে যেতে চেয়েছিলো। আয়নাতে আলোর বিচ্ছুরণ ঘটে। আমরা শব্দ শুনতে পাই। ছাদে বড় কিছু একটা পড়ে ও সব অন্ধকার হয়ে যায়। আমার স্ত্রী ও সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই নিরাপদে আছে সেজন্য আমি খুশি। সেইসাথে আমরা অতিথিদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা জানতাম না এমন কিছু একটা ঘটবে।
ফিলিপাইনের উত্তরের লুজান দ্বীপে আঘাত হানার প্রায় একদিন আগে বিয়ের আসরে এই দুর্যোগের ঘটনা ঘটে। দেশটিতে টাইফুন ম্যাংখুতের আঘাতে অন্তত ৬৪ জনের প্রাণহানি ঘটেছে। তাই বিয়ের অনুষ্ঠানে কারও হতাহত না হওয়াটা সত্যিই স্বঃস্তির খবর!
সারাবাংলা/এনএইচ