Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘গ’ ইউনিটের ফল সোমবার


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৩

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভূক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে।

রোববার ( ১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে প্রায় ২৭ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দেয়। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেয় ২১ জন।

ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোনসহ ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়। প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে বসানো হয় মেটাল ডিটেক্টর। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে দায়িত্ব পালন করে ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/কেকে/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর