সোয়া ১ কোটি টাকার ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক
১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ২৫ হাজার ইয়াবাসহ মামুনুর রশিদ (৩৫) ও মিনারা বেগম (৩৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ।
রোববার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা এলাকার নবীনগর হাউজিংয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৫৬০ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান।
আটক মামুনুর রশিদের পিতার নাম মোঃ ফয়েজ আহমেদ। গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এবং মিনারা বেগমের পিতার নাম মৃত ইসমাঈল। গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার চৌধুরী পাড়ায়।
এএসপি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে তাদের থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/জেএএম