সহিংসতামুক্ত নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের
১৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত হওয়ার তাগিদ দিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, প্রত্যেকটি মানুষের শান্তিপূর্ণ পরিবেশে রাজনীতি করার অধিকার আছে। আমরা আশা করি, সকল রাজনৈতিক দল, কর্মী ও জনগণ শান্তির পক্ষে দাঁড়াবে এবং সহিংসতাকে না বলবে।’
সোমবার (১৭ সেপ্টেম্বর) দেশের ৪০টি জেলা থেকে আসা কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ‘শান্তিতে বিজয়’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অ্যালিসন ব্লেক আরও বলেন “গতকাল (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ছিল। এ উপলক্ষে ইউএস সেক্রেটারি একটি শক্তিশালী বক্তব্য দিয়েছেন যা আমি উদ্ধৃত করব। ‘গণতন্ত্র এখন অনেক শক্তিশালী এটাকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করব। এর লক্ষ্যে আমরা তৃণমূলপর্যায়ের মানুষকে যুক্ত করব। এভাবে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার আরও উপায় খুঁজে বের করব।”
এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘ইউকে থেকে আমরাও গণতন্ত্রকে শক্তিশালী করব। এর জন্য আমরা আপনাদের পাশে আছি।’
এ সময় মানবাধিকার সনদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানবাধিকার সনদে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এটি অর্জন করতে হলে নিয়মিত নির্বাচন অপরিহার্য। তাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ উদ্যোগে আমরা অংশ নিয়েছি। বাংলাদেশের মানুষের পাশে এ যাত্রায় থাকতে পেরে আমরা আনন্দিত। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়।’
ব্লেকের মতে, মানুষ নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা চান না। কারণ যখন সহিংসতা হয় তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
‘এখানে আমরা যারা আছি তারা শান্তির পক্ষে, কারণ শান্তি জিতলে জিতবে বিশ্ব, জিতবে বাংলাদেশ’ বলেন অ্যালিসন ব্লেক।
সারাবাংলা/এমএ/একে
অ্যালিসন ব্লেক একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন বাংলাদেশের নির্বাচন সংসদ নির্বাচন