Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ: বার্নিকাট


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: গণতান্ত্রিক দেশের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনে তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ ক্যাম্পেইন আয়োজন করেছে।

বিজ্ঞাপন

বার্নিকাট বলেন, যে দেশটি মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, সেই দেশের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি বলেন, “নির্বাচনের সময় সব রাজনৈতিক দলকে পরিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। আগামী সরকারের প্রতিনিধি হিসেবে যথাযথ সম্মান দেখাতে হবে।

আরও পড়ুন: সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আমাদের প্রতিজ্ঞা: এইচ টি ইমাম

সব দলের মত প্রকাশের সুযোগ থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর শান্তি বজায় রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে সহিংসতায় কেবল তারাই লাভবান হয়, যারা বাংলাদেশের ভাল চায় না।’

বার্নিকাটের সাড়ে তিন মিনিটের এই বক্তৃতার সময় বিএনপির নেতা কর্মী সমর্থরা হাততালি দিয়ে স্বাগত জানান।

সারাবাংলা/এজেড/জেএএম

আরও পড়ুন

সহিংসতামুক্ত নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর