Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে ৫ কেজি গাঁজা উদ্ধার


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গ্রেপ্তার দুইজন হলো-উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের ছলেমান মৃধা (৫৫) ও মিত্রডাঙ্গা গ্রামের কুদ্দুস শেখ (৩৭)।

জেলা ডিবি পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুরু করে সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে ছালেক মৃধাকে আটক করা হয়। তার ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় দুই কেজি গাঁজা। পরে ছালেকের স্বীকারোক্তি অনুযায়ী কুদ্দুস শেখের ঘরে অভিযান চালিয়ে সেখানে পাওয়া যায় আরো তিন কেজি গাঁজা। এরা দু’জনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

 

গাঁজা উদ্ধার মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর