Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে শেষ হলো ভর্তি আবেদন প্রক্রিয়া, বেড়েছে ভর্তিচ্ছুর সংখ্যা


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৯

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইন আবেদনের সময়সীমা রোববার শেষ হয়েছে। গতকাল (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময় সীমা ছিল।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সারাবাংলাকে জানান, গত বছরের তুলনায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশির সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, এবার অনলাইনে প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত আবেদন ফি পরিশোধ করেছে ৩ লাখ ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। এখনো আবেদন ফি পরিশোধের সময় আছে। পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার পর কতজন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে তা বলা যাবে। গত বছর (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিল ৩ লাখ ১৭ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ২ লাখ ৯৯ হাজার ১৭৩ জন শিক্ষার্থী।

এবার বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে জানান অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি কোর কমিটির সদস্য ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৪ হাজার ৭১০ জন, ‘বি’ ইউনিটে ৩৬ হাজার ৪৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ৪৯০ জন, ‘সি ১’ ইউনিটে ৯ হাজার ৬৩০ জন, ‘ডি’ ইউনিটে ৭২ হাজার ৯৫৩ জন, ‘ই’ ইউনিটে ২০ হাজার ১২৩ জন, ‘এফ’ ইউনিটে ৩২ হাজার ৬৮০ জন, ‘জি’ ইউনিটে ১০ হাজার ৫৮ জন, ‘এইচ’ ইউনিটে ১৮ হাজার ৬৯০ জন ও ‘আই’ ইউনিটে আবেদন করেছে ৮ হাজার ১৬৫ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আগামী ২১ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি পরিশোধ করা যাবে। প্রবেশপত্র সংগ্রহের শেষ সময় ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর