।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া : গত কয়েক দিন ধরে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছেই। যমুনার পানি বেড়ে সোমবার (১৭ সেপ্টেম্বর) বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদী পাড়ের মানুষদের মধ্যে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। যমুনার পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমিতে ঢুকে পড়ায় বীজতলা ও রোপা আমনসহ বিভিন্ন ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া চরের নিম্মাঞ্চলের কিছু বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি।
উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলাল চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে বন্যায় দুই হাজার ৯৬৫ জন কৃষক পরিবারের ৫০ হেক্টর আমন বীজ তলা, ৩৭০ হেক্টর রোপা আমন, ২০ হেক্টর আউশ, ১০০ হেক্টর মাসকালাই, ২৫ হেক্টর মরিচ, ১০ হেক্টর সবজি সহ ৫৭৫ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।
এছাড়া বন্যায় নদী ভাঙ্গনে চালুয়াবাড়ী ইউনিয়নের ২০০ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। চরাঞ্চলের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। এছাড়া দুইটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসাও এখন পানির নিচে।
পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনায় পানি আরো দুইদিন বাড়তে পারে। তবে বন্যা নিয়ন্ত্রন বাঁধ পুরোটাই নিরাপদ রয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানিয়েছেন, চর এলাকার কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করে ফসল ডুবে যাওয়াসহ কিছু ঘর বাড়িতে ঢুকেছে। এসব পরিবারকে ত্রাণ সহায়তা দিতে শুরু করেছেন তারা।
সারাবাংলা/এসএমএন