Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সম্পাদক কারাগারে


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা : নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এই আদেশ দেন।

সাতক্ষীরা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওসমান গনি জানান, ২০১৬ সালে আশাশুনি থানায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নামে নাশকতার মামলা হয়। এ মামলায় দীর্ঘদিন তিনি হাজিরা না দিলে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সোমবার এ মামলায় তারিকুল হাসান সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে  বিচারক সাদিকুল ইসলাম তালুকদার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

নাশকতার মামলা সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর