Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় বন্যায় প্রাণহানি শতাধিক


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নাইজেরিয়ার প্রধান দুইটি নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নিমা) বলছে, ভারী বৃষ্টিপাতে নাইজার ও বেনু নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে দেশটিতে দুই সপ্তাহ ধরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলের অবস্থা সবচেয়ে করুণ। পানিবন্দী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সেদেশের সরকার।

বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদক ইসহাক খালিদ দেশটির রাজধানী আবুজা থেকে জানান, বন্যার কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল বিনষ্ট হয়েছে।

নিমার পরিচালক মুস্তাফা ইউনুসা মাইহাজা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ নাইজারে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কোয়ারা, বেনু, কোগি, আদামোয়া, তারাবা, কেবি, বায়েলসা, এদো, আনামব্রা, রিভার্স ও ডেল্টা প্রদেশও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামনের দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা থাকায় জরুরি অবস্থা জারির পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ।

সারাবাংলা/এএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর