ঢাবি ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
১৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৮
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষার লিখিত অংশের ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ফল প্রকাশ করা হয়।
এর আগে, বেলা তিনটায় সংশ্লিষ্ট ভর্তি কমিটির কাছে এই ফল হস্তান্তর করেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। কিন্তু ওয়েবসাইটে সমস্যা দেখা দেওয়ায় ফল প্রকাশে দেরি হয়।
প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৫৬৬ জনকে পরবর্তী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। এরা আগামী ২২ সেপ্টেম্বর শনিবার বেলা ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় ধাপের ওই পরীক্ষায় অংশ নিতে পারবেন। অংশ নিতে আগ্রহীদের পরীক্ষার মূল প্রবেশপত্রসহ লিখিত পরীক্ষার ফলের একটি প্রিন্ট কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
অঙ্কন পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য সরঞ্জামাদি (পেন্সিল, ইরেজার, কলম, পেপার ক্লিপ এবং ন্যূনতম ১২ ইঞ্চি গুণ ১৮ ইঞ্চি ড্রয়িং বোর্ড) সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের।
অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগপ্রাপ্তদের আসন বিন্যাস আগামী ২০ সেপ্টেম্বর ২০১৮ তে অনলাইন এবং অনুষদের নোটিস বোর্ডে টানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত ফল প্রকাশের সময় অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত ও অনির্বাচিত সকল পরীক্ষার্থী তাদের বিস্তারিত ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, গত শনিবার বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে ‘চ’ ইউনিটের লিখিত (সাধারণ জ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, এ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৬, হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেন।
সারাবাংলা/কেকে/এএস