খাগড়াছড়িতে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি থেকে ৮০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পোড়াবাড়ী এলাকা থেকে রৌওশন আলী (৩৫) ও শামীম (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এদের মধ্যে রৌওশন আলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়ার বোনের ছেলে।
খাগড়াছড়ি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব জানান, পানছড়ির পোড়াবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ৮০০টি ইয়াবা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া গ্রেপ্তার দুজনের মধ্যে রৌওশন আলী তার বোনের ছেলে বলে স্বীকার করেন। তবে, রৌওশন আলী অপরাধী নন উল্লেখ করে পুরো ঘটনাটিকে সাজানো বলে দাবি করেন তিনি।
তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, পানছড়িতে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের জমজমাট বাণিজ্য চালিয়ে আসছিল। চক্রটি ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়-স্বজন হওয়ায় তাদের এবং দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করতো। গতরাতে রৌওশন ও শামীম গ্রেফতার হওয়ার তারা স্বস্তিও প্রকাশ করেন।
সারাবাংলা/এসএমএন