Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে মাদ্রাসা পরিচালকের স্ত্রী ও ছাত্রকে কুপিয়ে হত্যা


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর : গাজীপুরের যোগীতলা এলাকায় হুফফাজুল কুরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও ওই মাদ্রাসার এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মাদ্রাসার ভেতরে ঢুকে দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ভোরে ফজর নামাজের সময় মাদ্রাসার সব ছাত্রদের নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এসময় দুর্বৃত্তরা মাদ্রাসায় ঢুকে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার ও নূরানি ক্লাসের ছাত্র মামুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি নিয়ে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হত্যার কারণ বা কারা হত্যা করেছে এ সম্পর্কে কিছু সন্দেহ করছেন কি না জানতে চাইলে মাদ্রাসা পরিচালক জানিয়েছেন, তার প্রথম স্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

সারাবাংলা/এসএমএন

গাজীপুর হুফফাজুল কুরআন মাদ্রাসা