Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা পণ্যে দুইশ বিলিয়ন ডলার শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চরম মাত্রায় পৌঁছেছে। নতুন করে এবার প্রায় ছয় হাজার চীনা পণ্যে দুইশ বিলিয়ন ডলার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে হাতব্যাগ, চাল ও অন্যান্য টেক্সটাইল পণ্য রয়েছে । তবে ধারণা করা হলেও, স্মার্টঘড়ি, হাই চেয়ারসহ কিছু পণ্য শুল্কের আওতায় রাখা হয়নি। খবর বিবিসি।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হবে। এই সময়ের মধ্যে দেশদুটি কোনও রকম বাণিজ্য চুক্তিতে সম্মত না হলে, প্রথমে ১০ শতাংশ ও আগামী বছরের শুরু থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। সেইসাথে, চীন কোন পাল্টা পদক্ষেপ নিলে নতুন করে আবারও ২৬৭ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে শুল্ক বসানোর আগাম হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রায় সব চীনা পণ্য উচ্চ আমদানি শুল্কের আওতায় পড়বে।

বিজ্ঞাপন

আমেরিকার শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনের বাণিজ্য নীতিতে পরিবর্তন দাবি করছেন। তিনি বলেন, আমাদের সঙ্গে আরও ন্যায্য আচরণ করার জন্য চীনকে আমরা সুযোগ দিয়েছি কিন্তু চীন তার মত পাল্টায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ৩৪ বিলিয়ন ডলার মূল্যমানের চীনা পণ্যে শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প। এছাড়া, গত আগস্ট মাসে ১৬ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

সারাবাংলা/এনএইচ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর