Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা কুপিয়ে মারলেন ছেলেকে!


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জের ধরে নিজের ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রায়পুর পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়ীতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সাগর (২৮)। তিনি ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুপুরের ভূঁইয়া বাড়ীর নিজ ঘরে ছেলেসহ থাকতেন বাবা বেলায়েত হোসেন। ছেলে সাগর পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে প্রায়ই এ নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের আয়োজনও করা হয়। এসব নিয়েই গতরাতে বাবা-ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে রাগের বশে বাবা বেলায়েত ছেলে সাগরকে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপান। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসার আগেই মারা যান সাগর। ছেলের মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন বেলায়েত। তবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। পারিবারিক বিরোধে জড়িয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন বাবা। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ বাবাকে আটক করেছে।’

সারাবাংলা/এসএমএন

বাবা-ছেলে লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর