Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা নিয়ে প্রজ্ঞাপনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৯

।। রাবি করেসপন্ডেন্ট।।

রাবি: কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের চেয়ে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সমাবশে ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহবায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলনকারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এদিকে নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও গত তিন মাস প্রাণনাশের ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা কেউ দেশদ্রোহী নয়। এদেশেরই নাগরিক। নায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা নিরাপত্তা দাবি জানান।

এ দিকে আহত হওয়া রাবি শাখা কোটা আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুলের শারীরিক অবস্থার কথা জানিয়ে বক্তারা বলেন, তার এখনও শঙ্কা কাটেনি। ১৫/ ২০ দিন পর পায়ে ভর দিতে পারবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।

এসময় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহবায়ক গোলাম মোর্শেদ, মাহফুজা মোহিনী, এহসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর