ছাত্রলীগের আনন্দ মিছিল থেকে আন্দোলনকারীদের বাধা দেওয়ার অভিযোগ
১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২০
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশ সংবলিত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এই আনন্দ মিছিল বের করে।
ছাত্রলীগের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের গত কমিটি কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক আল মামুন, ছাত্রলীগের জহুরুল হক হল শাখা সহসভাপতি কামাল উদ্দিন রানা, কবি জসিম উদদীন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মহসীন আলম তালুকদারসহ অনেকে।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী জড়ো হয়। সাড়ে ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে একটি মিছিল টিএসসির রাজু ভাস্কর্যের দিকে আসলে ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা তাদের পিছু অনুসরণ করতে থাকে।
এরপর কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের দিকে গেলে সেখানে ছাত্রলীগ মিছিল নিয়ে তাদের পথ অবরোধ করে।
পরে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসলে সেখানেও ছাত্রলীগ তাদের মিছিলের আগে গিয়ে রাজু ভাস্কর্য দখল করে। এসময় কোটা সংস্কার আন্দোলনকারীরা রোকেয়া হলের সামনে দিয়ে কলাভবনের দিকে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় অবস্থান নেয়। সেখানে পাঁচ মিনিট অবস্থান শেষে কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যাচ্ছে শুনে সেদিকে যায়।
পরে কোটা সংস্কার আন্দোলনকারীরা অপরাজেয় বাংলা সমাবেশ করে। সেখানে আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে অভিযোগ করেন।
এসব বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক আল মামুন বলেন, ওটা আমাদের প্রোগ্রাম ছিল না, সাধারণ শিক্ষার্থীদের প্রোগ্রাম ছিল। সংগঠনের পক্ষ থেকে কেউ ছিল না। ব্যক্তিগতভাবে কেউ থাকলে সেটা তার ব্যাপার।
সারাবাংলা/কেকে/এমআই