Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়িতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। তাকে শারিরীক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ( ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসাস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা জানান, সোমবার (১৭সেপ্টেম্বর) দুপুরের দিকে মেয়েটিকে বাসায় একা ছিল।  এসময় তিন যুবক ঘরে ঢুকে  গণধর্ষন করে। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেনীতে পড়াশুনা করে।

তিনি আরও জানান, কিশোরীর বাবা রিকশাচালক আর  মা গৃহপরিচারিকা। সেদিন দুপুরে মা বাবা দুজনেই কাজে বাইরে ছিলেন।  এই সুযোগে একই এলকার ২০/২২বছরের তিন যুবক বাসায় ঢুকে জোর পুর্বক তাদের মেয়েকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার তারা যাত্রাবাড়ি থানায় অভিযোগ করেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানায়, মেয়েটির পরিবার থেকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটির শারিরীক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

সারাবাংলা/এসআর/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর