Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৫

।। জাবি করেসপন্ডেন্ট ।।

৩০ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সারাবাংলাকে জানান, এবারের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওই সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

মো. আবু হাসান জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ১ অক্টোবর ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি); ২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ৩ অক্টোবর ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ); ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত); ৯ অক্টোবর ‘সি ১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং সর্বশেষ ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জবি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। কোনো দিন পাঁচটি, আবার কোনো দিন ছয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফটের বিষয়টি এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি। আমরা উপাচার্যের কাছে পাঠাব। অনুমোদন হলে আমরা এটা প্রকাশ করব।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ju-admission.org) থেকে জানা যাবে।

সারাবাংলা/টিআই/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর