Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলজিইডি’র টেন্ডারে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাইক্লোন সেন্টার নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও চট্টগ্রাম জেলায় সাইক্লোন সেন্টার নির্মাণে অনিয়ম বন্ধে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংসদীয় কমিটির দফতর সূত্র এ অভিযোগ জমা হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রাক যোগ্যতাসম্পন্ন ১১ জন ঠিকাদারের পক্ষ থেকে গত ১৬ সেপ্টেম্বর লিখিত অভিযোগে বলা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় ১৫টি কোম্পানির মধ্যে প্রতিযোগিতার কথা থাকলেও মাত্র চারটি কোম্পানিকে কার্যাদেশ দেওয়ার আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টদের পছন্দের ওই চারটি কোম্পানিকে নিম্ন দরদাতা দেখিয়ে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ১৯ থেকে ২০ শতাংশ বেশি ব্যয় কার্যাদেশ দেওয়া হচ্ছে। অথচ প্রতিযোগিতার মাধ্যমে কার্যাদেশ দেওয়া হলে সরকারের ৪০০ কোটি সাশ্রয় হতো।

অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনিয়ম-দুর্নীতি ও টেন্ডারবাজিমুক্ত করার ঘোষণা দিলেও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি সাহায্যের টাকা আত্মসাৎ করা হচ্ছে, যা বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। এ অবস্থায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ওই টেন্ডার প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য জানান, কমিটির আগামী বৈঠকে এই অভিযোগের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

এলজিইডি টেন্ডারে অনিয়ম সংসদীয় স্থায়ী কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর