Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে ডক্টরস ডরমেটরি দখল নিয়ে হাতাহাতি


১৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নবনির্মিত ডক্টরস ডরমিটরির রুম দখলকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

গত ১৬ সেপ্টেম্বর (রোববার) রাতে বিশ্ববিদ্যালয়ের পেছনে পরিবাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্টরা জানান, ঘটনার সূত্রপাত হয় মূলত বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে। গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকল্পগুলো উদ্বোধন ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগদানের জন্য কর্তৃপক্ষ বিশেষ এসবি কার্ড সরবরাহ করে। কিন্তু স্বাচিপ ( স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সমর্থিত চিকিৎসকদের একটি গ্রুপের চিকিৎসকদের নামে কার্ড ইস্যু করা হয়নি, যার কারণে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। এতে ক্ষোভের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন আবাসিক চিকিৎসক বলেন, কার্ড না পাওয়ার বিষয়টি উপাচার্যকে ( ভিসি) জানানো হলে তিনি এ সব জানেন না বলে জানান। এতে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। পরে রোববার রাতে কার্ড বঞ্চিত গ্রুপের সদস্যরা নবনির্মিত ডক্টরস ডরমেটরির প্রায় সব রুম দখল করে নেয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে অন্য গ্রুপের চিকিৎসকরা ডরমেটরি দখল করতে আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক চিকিৎসক জানান, এ সময় হাসপাতালের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নবনির্মিত ডরমেটরি সিলগালা করে দেয়।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে সেখান থেকে বের করে দিয়ে ভবন সিলগালা করে দেয়। তিনি বলেন, ভবনটি হস্তান্তরের পরে একটি নীতিমালা করে আমার রেসিডেন্টদের জন্য বরাদ্দের ব্যবস্থা করব।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর