Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সাপের কামড়ে কৃষকের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে আরিফ হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার ( ১৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের কৃষ্ণগোপালপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। আরিফ হোসেন ওই গ্রামের রমজান আলী স্বর্ণকারের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে বাড়ির পাশে মাঠে ধানক্ষেতে কাজ করার সময় আরিফকে সাপে কামড় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সকাল ৮টার দিকে একই গ্রামের আলতাফ হোসেন মাঠে ধানক্ষেতে কাজ করতে এসে আরিফকে মৃত অবস্থায় ধানের মধ্যে পড়ে থাকতে দেখতে পান। দ্রুত অন্যদের খবর দিলে পরিবারের সদস্যরা লাশটি বাড়িতে নিয়ে যান।

সারাবাংলা/এসএমএন

 

নওগাঁ নওগাঁর মহাদেবপুর সাপের কামড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর