Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ-হত্যা, ধর্ষকসহ গ্রেফতার ২


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ড্টে ।।

সিলেট : সিলেটের বিশ্বনাথ থেকে এক নারীর লাশ উদ্ধারের ১০ দিন পর ওই ঘটনায় সম্পৃক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী ইমরানকেও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক মিয়া জানিয়েছেন, টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে রুমি আক্তার নামে এক নারীকে সিলেটের বিশ্বনাথে নিয়ে আসেন তিনি। এরপর ধর্ষণ শেষে তাকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে রেখে চলে যান।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

পুলিশ সুপার জানান, প্রেমের ফাঁদে ফেলে রুমি নামের ওই নারীকে টাঙ্গাইল থেকে বিশ্বনাথে নিয়ে আসে শফিক মিয়া। গত ৯ সেপ্টেম্বর ধর্ষণ শেষে তাকে হত্যা করে বিশ্বনাথের পাঠাকইন গ্রামের পাশে ফেলে যায় শফিক। তার বাড়িও বিশ্বনাথের ওই এলাকায়। সে টাঙ্গাইলের মির্জাপুরের একটি গ্লাস ফ্যক্টরির কর্মচারী।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২২ জুলাই একই স্থানে আরো এক নারীর লাশ পাওয়া গিয়েছিল জানিয়ে পুলিশ সুপার বলেন, ওই ঘটনাতেও শফিক জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

সারাবাংলা/এসএমএন

 

টাঙ্গাইল রুমি আক্তার শফিক মিয়া