Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ককটেলসহ তিন শিবির নেতা আটক


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৫

মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২), মো. মিজানুর রহমান (২৩) ও মো. আসিফ উদ্দিন (২৪)।

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নগরীর কালামিয়া বাজার থেকে তিন শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে দু’টি ককটেল পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।

এরা হলেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২), মো. মিজানুর রহমান (২৩) ও মো. আসিফ উদ্দিন (২৪)। বাকলিয়া থানা পুলিশ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সারাবাংলাকে জানান, আটক তিন জন শিবিরের সাথী পর্যায়ের নেতা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের অংশ হিসেবে নাশকতা করার জন্য জড়ো হয়েছিল তারা। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাহাত্তারপুলে বিসমিল্লাহ টাওয়ারে অভিযান চালিয়ে শিবিরের সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

তাদের তিনজনের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে, জানিয়েছেন প্রণব চৌধুরী।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর