Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

মামলার নথি পর্যালোচনা করে আদালত তার আদেশে বলেছেন, মামলাটি সাত বছর ধরে চলমান। এর মধ্যে তিনি ৪০ বার সময় নিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তিনি আদালতে আসেননি। কিন্তু গত ৫ সেপ্টেম্বর তিনি আদালতে এলেও তিনি আর আসতে পারবেন না বলে জানান। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর আদালতে আসতে অনিচ্ছুক এমন মতামতও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ‘জেদ ধরে রেখেছেন খালেদা, তাকে তো জোর করে ধরে আনা যায় না’

‘আজকেও তিনি আদালতে আসতে পারবেন না বলে অপারগতা জানিয়েছেন। সার্বিক বিষয় দেখে প্রতীয়মান হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না। এ অবস্থায় অন্য আসামিরা হাজির হচ্ছেন। তিনি হাজির না হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। ফলে তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চালানো প্রয়োজন।’

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয়পক্ষের শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার।

দুপুরের বিরতির পর আদালতের কার্যক্রম ২টা ১০ মিনিটে ফের শুরু হয়।  এ সময় বিচারক ড. আখতারুজ্জামান জানান, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি থাকবে।

মামলার পরবর্তী শুনানির জন্য ২৪, ২৫, ২৬ সেপ্টেম্বর নতুন দিন ঠিক করেন আদালত।

বিজ্ঞাপন

ওই সময় মামলার অন্য আসামি জিয়ারুল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের বিষয়ে যুক্তিতর্ক হবে।

এ মামলায় খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, কারাবিধি অনুযায়ী বিষয়টির ব্যবস্থা নিতে হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজা হওয়ায় খালেদা জিয়া কারাগারে আছেন।

সারাবাংলা/এজেড/এআই/একে

খালেদা জিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর