অধ্যক্ষকে ওএসডি করায় ডেন্টাল কলেজে ক্লাসবর্জন-বিক্ষোভ
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মিরপুরের সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম ব্যাপারী অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করায় চারদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন ও ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করছে। বৃহস্পতিবারও (২০ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে।
তবে কেন ওই অধ্যক্ষকে ওএসডি করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
কলেজের বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ডিডিসি ডে নামে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সেখানে প্রধান অতিথি করা হয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে। কিন্তু সে সময় এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অনেক প্রত্যাশিত অতিথিকে দাওয়াত দেওয়া হয়নি এমন অভিযোগে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলে ওই অধ্যক্ষকে ওএসডি করা হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা।
সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম ব্যাপারী সারাবাংলাকে বলেন, ‘আমি কাজকে বেশি পছন্দ করি এবং সে জন্য কাজেই সবসময় লেগে থাকি। কিন্তু এতে কেউ ঈর্ষান্বিত কি না তা বলতে পারছি না। তবে আমি ধারণা করছি, গত ১৫ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠানে একটু গরমিলের কারণে হয়ত আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওএসডি করা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকারে আমাকে যেখানে খুশি বদলি করুক। তাতে আমরা কোনো আপত্তি নেই।’
তিনি বলেন, ‘আমার ওএসডির খবর শুনে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে অনশন করছে। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করে বলেছি, তারা যেন এ অনশন বর্জন করে ক্লাসে ফিরে যায়। তাদেরকে এটাও বলেছি, আমার থেকে আরও ভালো অধ্যক্ষ আসবে। কিন্তু তারা কথা শুনছে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। যেহেতু এটি আমার প্রাতিষ্ঠানিক কলেজ তাই ব্যক্তিগতভাবে এখানে থাকার ইচ্ছা আছে। তবে সেটি কোনোভাবেই সরকারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে নয়।’
এ বিষয়ে কলেজের উপ-অধ্যক্ষ ডা. মো. মোশারফ হোসেন খন্দকারের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।
তিনি সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে এটা সত্য। কিন্তু এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না।’
ঘটনার বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদ সারাবাংলাকে বলেন, ‘এ ঘটনা শুনেছি। তবে আমাদের কাছে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ কিংবা সহযোগিতা চায়নি। তবে ডেন্টাল কলেজ এলাকায় পুলিশ আছে। অপ্রীতিকর কোনোকিছু হলে অবশ্যই পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/এসএইচ/একে