Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচয় মিলল আশুলিয়ায় উদ্ধার হওয়া লাশদুটির


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া : সাভারের আশুলিয়া বাজারের একটি ইটভাটা থেকে দুই কিশোরীর লাশ উদ্ধারের একদিন পরে তাদের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলো – আশুলিয়ার ঘোষবাগ কোন্ডলবাগ এলাকার ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার (১৫) ও আফরোজা সিদ্দিকা হেনা (১৫)। এর মধ্যে সাথী ঘোষবাগ এলাকার ইদ্রিসের বাড়িতে এবং হেনা কোন্ডলবাগ এলাকার হানিফের বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো।

ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারত হোসেন বলেন, বুধবার (১৯ সেপ্টেম্বর) সাথী ও হেনা স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে আসেনি তারা। পরে বিকেলে আশুলিয়া বাজারের আশুলিয়া ইটভাটা থেকে দুটি লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তাদের পরিচয় শনাক্ত করেন দুই শিক্ষার্থীর বাবা-মা।

বিজ্ঞাপন

এই খবর পেয়ে পুরো স্কুলে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান প্রধান শিক্ষক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, কিভাবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

 

আশুলিয়ায় লাশ উদ্ধার ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা উচ্চ বিদ্যালয়